দেশের প্রথম সারির নন-লাইফ বীমা প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী প্রতিষ্ঠালগ্ন হতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘AAA’ অর্জন করেছে। Credit Rating & Information Services Ltd. (CRISL) ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীকে ২০২৪-২৫ সালের জন্য Long Term: ‘AAA’ এবং Outlook: Stable রেটিং প্রদান করে।
কোম্পানীর অর্জিত সর্বোচ্চ মানের ‘AAA’ ক্রেডিট রেটিং সম্মানিত বীমা গ্রহীতা এবং ষ্টেকহোল্ডারদের আস্থা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।
উল্লেখ্য, ইতোপূর্বে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী AA+ রেটিং প্রাপ্ত কোম্পানী হিসাবে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আস্থা অর্জন করতে পেরেছে।