ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি. এর অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৫, জুলাই ২০, ২০২৫ খ্রিষ্টাব্দ, রবিবার ডিসিসিআই অডিটোরিয়াম, মতিঝিল এ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উদ্ধোধন করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান। সম্মেলনে কোম্পানীর পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব রিজওয়ান-উর রহমান, পরিচালকবৃন্দ সর্বজনাব কামাল উদ্দিন আহমেদ এবং এএসএম কাশেম উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সেলিম, উক্ত সম্মেলনে কোম্পানীর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক চিত্রের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন।
বৈশ্বিক অর্থনৈতিক মন্থর গতির কারনে ধুঁকতে ধাকা অর্থনীতির মধ্যেও কোম্পানীর অর্ধ-বার্ষিক প্রিমিয়াম অর্জনের আনুপাতিক লক্ষ্যমাত্রার ৮৩% অর্জিত হওয়ায় চেয়ারম্যান মহোদয় সন্তোষ প্রকাশ করেন, যা কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনা ও মার্কেটিং ও নন-মার্কেটিং নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও একাগ্রতার ফলে সক্ষম হয়েছে মর্মে উল্লেখ করেন। বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে অর্জিত প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য চেয়ারম্যান মহোদয় সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে আহŸান জানান। তিনি প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা স¤প্রসারণের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী পলিসি গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। চেয়ারম্যান কোম্পানীর ভাবমূর্তি ও সুনাম রক্ষার স্বার্থে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান আরো মন্তব্য করেন যে, ইষ্টল্যান্ড ইন্স্যূরেন্স গত ৩৮ বছরের সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বীমা খাতে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানীর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদেরকে তিনি অভিনন্দন জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান জনাব এম. শফিউল আলম, উপব্যবস্থাপনা পরিচালক সর্ব জনাব মোঃ তাজুল ইসলাম, জনাব মোঃ শাহরিয়ার সিদ্দীকি, জনাব মোঃ মিজানুর রহমান (সিএফও), এম. এ. সাত্তার হাওলাদার এবং কোম্পানীর অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এমএ রহমান এফসিএস
কোম্পানী সচিব